Friday, May 2, 2025
Homeরংপুররমজান উপলক্ষ্যে 'পীরগাছা আলোর কাফেলার' উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

রমজান উপলক্ষ্যে ‘পীরগাছা আলোর কাফেলার’ উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

হাবিবুর রহমান,পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
স্বেচ্ছাসেবী সংগঠন ‘পীরগাছা আলোর কাফেলার’ উদ্যোগে দেড় শতাধিক হতদরিদ্রর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম (উচাপাড়া) গ্রামে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, আলু, পিঁয়াজ, বুট-বুন্দিয়া, মুড়ি, ডিম, আটা, খেজুর।

পীরগাছা আলোর কাফেলার’ সাধারণ সম্পাদক রেজাউল করিম রকেট বলেন, মাহে রমজান মাসে ঠিকমতো কিনে খেতে পারেন না এমন দেড় শতাধিক হতদরিদ্রর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। যারা আলোর কাফেলায় বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

‘পীরগাছা আলোর কাফেলার’ সভাপতি মোস্তাফিজার রহমান রিপন বলেন, এ এলাকায় এক সময় জুয়া ও নেশায় ভরে গিয়েছিল। আমরা সহনীয় পর্যায়ে আনতে পেরেছি। আমাদের প্রধান লক্ষ্য সবাইকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখা ও ভালো কাজে সহযোগিতা করা। সেই লক্ষ্য নিয়ে রোজাদারদের সম্মানে তারা যেন ভালোভাবে রোজা রাখতে পারে-তাই দেড় শতাধিক হতদরিদ্রকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় আলোর কাফেলার প্রচার সম্পাদক আব্দুর রহিম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর