Thursday, May 1, 2025
Homeক্যাম্পাসরাবিতে বেড়েছে স্ক্যাবিসের প্রকোপ, সতর্ক থাকার আহ্বান

রাবিতে বেড়েছে স্ক্যাবিসের প্রকোপ, সতর্ক থাকার আহ্বান

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর নিউজ ডেস্কঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে এক ধরনের ছোঁয়াচে চর্মরোগ (স্ক্যাবিস)। আবাসিক হল ও মেসে থাকা শিক্ষার্থীরাই এ রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। রোববার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন রাবি মেডিকেল সেন্টারের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মাশিহুল আলম হোসাইন। চিকিৎসা কেন্দ্রে অপেক্ষমাণ থাকার সময় সতর্কতা হিসেবে দূরত্ব বজায় রেখে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন তিনি।

রোগটির লক্ষণ সম্পর্কে তিনি জানান, আঙুলের ফাঁক, কব্জির সামনে, বগল ও নাভির আশপাশে ছোট ছোট ফুসকুড়ি দেখা দেয় এবং বিশেষ করে রাতে চুলকানির মাত্রা বেড়ে যায়। ক্লোজ কন্টাক্টে থাকা ব্যক্তিদের মধ্যে এটি দ্রুত ছড়িয়ে পড়ে।

রোগীদের সতর্ক করে ডা. মাশিহুল আলম বলেন, রাবি চিকিৎসা কেন্দ্রে যারা অপেক্ষমাণ থাকবেন, তারা অনুগ্রহ করে দূরত্ব বজায় রেখে বসুন। তা না হলে পাশের রোগীর মাধ্যমে রোগ ছড়িয়ে যেতে পারে।

চিকিৎসাকেন্দ্রে স্ক্যাবিসের ওষুধের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, চিকিৎসাকেন্দ্রে রোগটির কোনো ওষুধ ছিল না। তাই দ্রুত প্রধান চিকিৎসক ডা. মাফরুহা সিদ্দিকা লীপির কাছে জরুরি ভিত্তিতে ওষুধ সরবরাহের অনুরোধ জানানো হয়। প্রধান চিকিৎসক দেরি না করে শুক্রবার ও শনিবার ছুটির দিনে ব্যবস্থা নেন এবং ওষুধগুলো ফার্মাসিস্ট মোস্তাকের কাছে হস্তান্তর করেন। এখন থেকে রাবি মেডিকেল সেন্টারে স্ক্যাবিস রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ মিলবে।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর