Sunday, May 4, 2025
Homeক্যাম্পাসরুয়েট কর্মকর্তাকে পুলিশ দিলেন শিক্ষার্থীরা

রুয়েট কর্মকর্তাকে পুলিশ দিলেন শিক্ষার্থীরা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর নিউজ ডেস্কঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। রবিবার (৪ মে) দুপুরে নিজ কার্যালয়ে ওই কর্মকর্তাকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

ওই কর্মকর্তার নাম মামুন-অর-রশিদ (৩০)। তিনি রুয়েটের নিরাপত্তা শাখার কর্মকর্তা। তাকে নগরীর মতিহার থানা পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। পরে তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়। বোয়ালিয়া থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি মামুন-অর-রশিদ।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহাম্মেদ বলেন, ‘গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলার এজাহারভুক্ত আসামি মামুন। তিনি আত্মগোপনে থাকতেন। শিক্ষার্থীরা তাকে ধরে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করে। মামলা বোয়ালিয়ায় বলে মতিহার থানা পুলিশ তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। রবিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

মামুন-অর-রশিদ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সেশনের ছাত্র ছিলেন। সে সময় তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। গত বছরের ৫ আগস্ট রাজশাহীর আলুপট্টি মোড়ে ছাত্রদের ওপর হামলার ঘটনায় রুয়েটের কিছু কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীর জড়িত থাকার অভিযোগ ওঠে। তাদের একজন মামুন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর