মোঃ শাহ্ আলম রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারীতে ১০ কেজি গাঁজাসহ সোহেল রানা (২৩) নামের এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিএনজি স্ট্যান্ড থেকে গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতা করা হয়। গ্রেফতারকৃত সোহেল রানা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূর্ব সুখ্যাতি এলাকার ফজলুল হকের ছেলে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিএনজি স্ট্যান্ডে অভিযান চালায় পুলিশ। এ সময় দুটি স্কুল ব্যাগ থেকে ১০ কেজি গাঁজাসহ সোহেল রানা নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।
Facebook Comments Box