Thursday, May 1, 2025
Homeলালমনিরহাটলালমনিরহাটে রেলপথ-মহাসড়ক অবরোধ স্থগিত

লালমনিরহাটে রেলপথ-মহাসড়ক অবরোধ স্থগিত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

এ কে এম কায়সারুল আলমঃ

লালমনিরহাট জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর লালমনিরহাটের পাটগ্রাম বুড়িমারী রেলপথ-মহাসড়ক অবরোধ স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (২৯এপ্রিল) বিকেলে পাটগ্রাম কলেজ মোড়ের আন্দোলন মঞ্চ থেকে এ ঘোষণা দেন বুড়িমারী এক্সপ্রেস বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও বিএনপি নেতা মোস্তফা সালাউজ্জামান ওপেল।

ঘোষণার ফলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম অংশে ৩২ ঘণ্টা ধরে আটকে পড়া যান চলাচল শুরু হয়। অপরদিকে ৯ দিনের মাথায় উঠে গেল রেলপথ অবরোধ। ফলে গত ২১ এপ্রিল থেকে বুড়িমারী স্টেশনে আটকে থাকা একটি লোকাল ট্রেন লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায় ।

এর আগে গতকাল রাতে হাতীবান্ধায় অবরোধ তুলে নেওয়া হয় । ফলে ওই রাত থেকে মহাসড়ক ও আজ সকাল থেকে রেলপথ সচল হয়।

পাটগ্রামের আন্দোলনে নেতৃত্বদানকারীদের একজন ও পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল বলেন, বুড়িমারী থেকে ঢাকা রুটে সরাসরি বুড়িমারী এক্সপ্রেস চালু না হওয়া পর্যন্ত বুড়িমারী-লালমনিরহাট রুটে ওই ট্রেনের যাত্রীদের জন্য একটি শার্টল ট্রেন চালানোর আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। ফলে আমরা আপাতত অবরোধ স্থগিত করছি।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর