মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি:
ঢাকার শাহবাগে নার্সিং শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন দিনাজপুরের ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা।
বুধবার (১৪ মে) রাত ১০টা থেকে দিনাজপুর মেডিকেল কলেজের সামনে অবস্থান নিয়ে তারা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন।
সন্ধ্যার পর থেকে শুরু হওয়া এই অবরোধে উভয় পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে, ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ। দূরপাল্লার বাসগুলো রুট পরিবর্তন করে গন্তব্যে যেতে বাধ্য হয়।
জানা গেছে, ডিপ্লোমা ইন নার্সিং এবং মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতির দাবিতে ঢাকার শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিল শিক্ষার্থীরা। এ সময় তাদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে বিষয়টি দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়ে। এরই প্রতিবাদে দিনাজপুরের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন।
ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির সদস্য ঋতু জানান, “আমাদের সহপাঠীদের ওপর ঢাকায় নির্মমভাবে লাঠিচার্জ করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে এবং দায়ীদের বিচার না হবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবো।”
এদিকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সড়ক অবরোধ প্রত্যাহারের চেষ্টা চালাচ্ছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।