Thursday, May 1, 2025
Homeশিক্ষা ও সাহিত্যশুটিংয়ের দৃশ্য ফাঁস, তাণ্ডবে শাকিবের সঙ্গে দেখা মিলল সাবিলার

শুটিংয়ের দৃশ্য ফাঁস, তাণ্ডবে শাকিবের সঙ্গে দেখা মিলল সাবিলার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর নিউজ ডেস্কঃ

আবারও রায়হান রাফীর সঙ্গে জুটি বেঁধে আসন্ন কোরবানি ঈদে ‘তাণ্ডব’ নিয়ে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ইতোমধ্যেই দেশের কয়েকটি স্পটে চুটিয়ে চলছে এই সিনেমার শুটিং।

তাণ্ডবে শাকিবের নায়িকা কে থাকছেন, সেটা এখনো প্রকাশ করেননি সংশ্লিষ্টরা। তবে বিভিন্ন মহল থেকে শোনা গেছে, এই সিনেমায় শাকিবের সঙ্গে দেখা যেতে পারে জয়া আহসান, সাবিলা নূর, এমনকি ওপারের কোয়েল মল্লিককেও।

বিষয়টি নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকলেও সোমবার দুপুরেই নিশ্চিত হওয়া গেল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরই হচ্ছেন ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা। আর এ ছবির মাধ্যমে রূপালি পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন আলোচিত এই অভিনেত্রী।

তাণ্ডবে সাবিলার বিষয়টি প্রকাশ্যে এসেছে শুটিং চলাকালীন সোমবার দুপুরে লিক হওয়া কয়েক সেকেন্ডের ফুটেজে!

জানা গেছে, ঢাকার এফডিসির পর উত্তরবঙ্গের কোনো এক লোকেশনে শাকিব-সাবিলা শুটিং করছেন। যেখানে শাকিবকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় করছেন।

টান টান উত্তেজনা আর অ্যাকশনে ভরপুর ‘তাণ্ডব’-এর মাধ্যমে প্রথমবার দেখা যাবে শাকিব-সাবিলার নয়া ক্যামিস্ট্রি! ভক্তরাও এই জুটির কাছ থেকে দারুণ কিছু প্রত্যাশা করছেন।

আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে ‘তাণ্ডব’। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে আলফা আই এসভিএফ এন্টারটেইনমেন্টের ব্যানারে। পরিচালনায় থাকছেন রায়হান রাফী।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর