Friday, May 2, 2025
Homeলালমনিরহাটশৈতপ্রবাহে বিপর্যস্ত লালমনিরহাটের জনজীবন

শৈতপ্রবাহে বিপর্যস্ত লালমনিরহাটের জনজীবন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে গত তিন দিনের শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে জেলার উপর দিয়ে। তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

শুক্রবার (৩ জানুয়ারি) লালমনিরহাটে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে গত বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে লালমনিরহাটের তুষভান্ডার রেলস্টেশনে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ ঠান্ডাজনিত কারণে মারা গেছেন। তবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি কালীগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে স্থানীয় হাসপাতালে। শীতের দাপটে গ্রামাঞ্চলের অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীতবস্ত্রের অভাবে কষ্টে দিন যাপন করছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষ। বেশি কষ্টে আছেন জেলার তিস্তা ও ধরলা চরের মানুষরা। তিস্তাচর এলাকার বাসিন্দা ছকিমন বেওয়া বলেন, ‘টাকার অভাবে কম্বল কিনতে পারিনি। গরিব মানুষ, ঘুম থেকে উঠি আগুনে হাত গরম করা ছাড়া কোনো উপায় নাই।

ভ্যানচালক রশিদুল ইসলাম বলেন, শীতে মানুষজন ঘর থেকে কম বের হচ্ছেন। কোনো যাত্রী পাওয়া যাচ্ছে না। সংসার খরচ চালানো কষ্ট হয়ে গেছে।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলায় আজ ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। চলতি মাসে শীতের তীব্রতা বেড়ে যেতে পারে।

লালমনিরহাট জেলা প্রশাসক রকিব হায়দার বলেন, জেলার বিভিন্নস্থানে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যহত রয়েছে। কম্বলের আরও চাহিদা পাঠানো হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর