Wednesday, July 16, 2025
Homeরাজনীতিষড়যন্ত্রকারীদের ছাড় দেওয়া হবে না : ফরহাদ হোসেন আজাদ

ষড়যন্ত্রকারীদের ছাড় দেওয়া হবে না : ফরহাদ হোসেন আজাদ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) বিকেলে বোদা উপজেলার ধানহাটি এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশের পূর্বে ধানহাটি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বোদা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন,
“যারা আমাদের সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা করেছে, সেই কুলাঙ্গারদের খুঁজে বের করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “আমরা রাজপথে আন্দোলনে ছিলাম, তখন গুপ্ত সংগঠনের কাউকে দেখা যায়নি। এখন তারাই গোপনে ষড়যন্ত্র করে মব সৃষ্টি করছে, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করছে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে।”

ফরহাদ আজাদ বলেন, “সাম্প্রতিক হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নিশ্চিত করতে হবে। এই সরকারই জনগণের আস্থার প্রতীক হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা কেন্দ্রীয় ও স্থানীয় রাজনীতিতে গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর