আসতারুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে এক মর্মান্তিক ঘটনার জন্ম দিয়েছে সড়ক দুর্ঘটনা। মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ছেলের মৃত্যুর খবরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মা। দুই দিন ব্যবধানে একই পরিবারে ঝরে গেল দুটি প্রাণ।
নিহতরা হলেন পার্বতীপুর উপজেলার বাসিন্দা জুয়েল ইসলাম (৪৮) ও তার মা আজাদি বেগম (৬৫)।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ জুন সন্ধ্যায় ল্যাম্ব হাসপাতাল সংলগ্ন মিশন ব্রিজ এলাকায় একটি পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন জুয়েল ইসলাম। প্রথমে তাকে স্থানীয় ল্যাম্ব হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে রংপুর এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে দীর্ঘ চিকিৎসা শেষে ৫ জুলাই তার মৃত্যু হয়।
ছেলের মৃত্যুর সংবাদ শুনে মানসিকভাবে ভেঙে পড়েন মা আজাদি বেগম। এরপর হৃদ্রোগে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হলে ৬ জুলাই রাতে সেখানেই তার মৃত্যু হয়।
জুয়েল ইসলামের পরিবারে দুই ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে। তাদের মধ্যে একজন কলেজছাত্রী ও একজন এখনো প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ছে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার ঘটনায় একটি মামলা হয়েছে এবং সংশ্লিষ্ট পাওয়ার টিলারটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।