Sunday, July 13, 2025
Homeআইন-আদালতঅপরাধ ও দুর্নীতিসম্পদের তথ্য গোপন, ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা

সম্পদের তথ্য গোপন, ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

আসতারুল আলম,দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কয়লা ব্যবসায়ী মোঃ আবুল হোসেন (৬৩) বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে।
আজ ১০জুলাই বৃহস্পতিবার সকালে দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ এই মামলা দায়ের করেন।

মামলায় ব্যবসায়ী আবুল হোসেনের বিরুদ্ধে ৩ কোটি ২৭ লক্ষ ৭হাজার ৫৫৯ টাকার সম্পদ গোপন করার অভিযোগে আনা হয়েছে।

ব্যবসায়ী মোঃ আবুল হোসেন ফুলবাড়ী উপজেলার পৌর শহরের পশ্চিম গৌরীপাড়ার মোঃ আব্দুল মান্নানের ছেলে।
অভিযোগে জানান যায়, ব্যবসায়ী মোঃ আবুল হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করেছে প্রাথমিক ভাবে এমন তথ্য পায় দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা। পরে তার বিরুদ্ধে সম্পদ বিবরনীর নোটিশ জারি করা হয়। তারই প্রেক্ষিতে গত ২২ সালের ৫ জুন দুনীর্তি দমন কমিশন দিনাজপুর জেলা কার্যালয়ে সম্পদ বিবরনী দাখিল করেন। যাতে দিনি তার সম্পদের পরিমান স্থাবর সম্পদ কোটি ৫১ লাখ ৮১ হাজার ৪০০টাকা এবং অস্থাবর সম্পদ ১ কোটি ৭৮ লাখ ৬হাজার টাকা দাখিল করেন। কিন্তু অনুসন্ধানে তার ৬ কোটি ৫৬ লাখ ৯৪ হাজার ৯৫৯ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তিনি দাখিল বিবরনীতে ৩ কোটি ২৭ লক্ষ ৭হাজার ৫৫৯ টাকার সম্পদ গোপন করে দুর্নীতি দমন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

কাজেই তার বিরুদ্ধে দুদক দিনাজপুর কার্যালয়ের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ একটি মামলা রজু করেন। মামলা নং ৯, তারিখ ১০.০৭.২০২৫ ইং।

মামলার বিষয়টি দুদক দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নুর আলম নিশ্চিত করেছেন। তিনি বলেন পুর্নাঙ্গ তদন্ত করে মামলার চাজর্শীট প্রদান করা হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর