মোস্তাফিজুর রহমান, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটায় পুকুর থেকে উদ্ধার হওয়া সিজু মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যুকে ‘পুলিশ কর্তৃক হত্যা’ দাবি করে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ জুলাই) সকালে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে “সচেতন নাগরিক” ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাঘাটা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এনামুল হক সরকার, সাঘাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইফতিয়ার আহমেদ সুজন, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাজেদুর রহমান, ইসলামী আন্দোলন সাঘাটা উপজেলা শাখার সেক্রেটারি মনিরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোলাম রব্বানী।
বক্তারা অভিযোগ করেন, সিজু মিয়াকে পরিকল্পিতভাবে থানায় এনে পিটিয়ে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রাখা হয়েছে। তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এর আগে গত শনিবার বিকালে সিজু হত্যার বিচার দাবিতে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে নিহতের স্বজন ও এলাকাবাসী। গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে এসে সিজু হত্যার সঠিক তদন্ত করে বিচারের আশ্বাস দিলে এরপর বিক্ষুব্ধ জনতা পুলিশ সুপারের কার্যালয় থেকে সরে যান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিন আলীকে ছুরিকাঘাত করে পুকুরে ঝাঁপ দেন সিজু মিয়া—এমনটি দাবি করে পুলিশ। পরদিন শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সাঘাটা পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুর থেকে কচুরিপানার ভেতর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় পরদিন শনিবার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায়—পুলিশের সহযোগিতায় পুকুরেই সিজু মিয়াকে ঘিরে পিটানো হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।