ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে কেন্দ্রীয় যুব মহিলালীগের সদস্য ও সাবেক মেজর কাজী মৌসুমীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে অর্থ ঋণ আদালতে মামলা হয়েছে। তিনি সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাইমুজ্জামান ভুঁইয়া মুক্তার স্ত্রী।
২০২৩ সালের ২৬ জুন কাজী মৌসুমী ব্র্যাক ব্যাংক পিএলসির পঞ্চগড় ইউনিট অফিস থেকে ১৫ লাখ টাকার এসএমই টার্ম ঋণ গ্রহণ করেন। দুই মেয়াদে মাসিক ৬৫ হাজার ১৩৮ টাকা কিস্তিতে পরিশোধের শর্তে এই ঋণ দেওয়া হয়। তবে এখন পর্যন্ত পরিশোধ হয়েছে ১০ লাখ ৬৯ হাজার ৫৮০ টাকা। এখনও বকেয়া রয়েছে ৫ লাখ ১১ হাজার ৫৭৪ টাকা।
ঋণের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর একাধিকবার মৌখিকভাবে টাকা পরিশোধের অনুরোধ জানানো হলেও কাজী মৌসুমী তা উপেক্ষা করেছেন বলে অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
মামলার অপর দুই আসামি হলেন—মাগুড়া এলাকার কাজী মাহবুবুর রহমান ও জগদল সর্দারপাড়া এলাকার ব্যবসায়ী এনামুল ইসলাম।
কাজী মৌসুমীর বাড়ি তেঁতুলিয়া উপজেলার কাজীপাড়ায়। তিনি “অনিন্দ টি স্টেট অ্যান্ড এগ্রো ফার্ম” নামক একটি চা বাগান পরিচালনা করেন এবং চা পাতা ব্যবসার সঙ্গেও যুক্ত।
ব্র্যাক ব্যাংকের এসোসিয়েট ম্যানেজার বাবুল মিয়া বলেন, “ঋণের মেয়াদ শেষ হওয়ার পর বারবার অনুরোধ করেও বাকি টাকা পরিশোধের কোনো উদ্যোগ পাওয়া যায়নি। বাধ্য হয়েই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি।”
পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত আসামি কাজী মৌসুমীকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।