Thursday, July 31, 2025
Homeরাজনীতিসাবেক প্রতিমন্ত্রী রাসেলের ‘সেকেন্ড ইন কমান্ড’ খালেদ আটক

সাবেক প্রতিমন্ত্রী রাসেলের ‘সেকেন্ড ইন কমান্ড’ খালেদ আটক

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
পতিত সরকারের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সেকেন্ড ইন কমান্ড খালেদ সাইফুল্লাহ সেলিমকে টঙ্গী থেকে আটক করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।

আজ সোমবার (২১ জুলাই) গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ এই তথ্য নিশ্চিত করেন।

খালেদ সাইফুল্লাহ সেলিম (৪৫) টঙ্গীর পাগার এলাকার মাওলানা হেদায়েত উলাহর ছেলে। তিনি ৪৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও গাজীপুর-২ আসনের সাবেক এমপি ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সেকেন্ড ইন কমান্ড।

তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার (২০ জুলাই) রাতে টঙ্গীর পাগার এলাকা থেকে সেলিমকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, সেলিম সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সেকেন্ড ইন কমান্ড। তিনি টঙ্গী বিসিকের অলিখিত নিয়ন্ত্রক ছিলেন।

টঙ্গী বিসিকের সব কারখানার ঝুট ব্যবসা ও চাঁদাবাজীসহ অপরাধ নিয়ন্ত্রণ করতেন তিনি। তিনি বর্তমানে শত কোটি টাকার মালিক। ৫ আগস্টের পর রাসেল ও তার চাচা মতিউর রহমান মতির পুরো সিন্ডিকেট তার নিয়ন্ত্রণে ছিল।

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান কালের কণ্ঠকে সংবাদটি নিশ্চিত করে বলেন, ‘আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর