Home নীলফামারী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচারের দাবিতে নীলফামারীতে আইনজীবীদের বিক্ষোভ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচারের দাবিতে নীলফামারীতে আইনজীবীদের বিক্ষোভ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচারের দাবিতে নীলফামারীতে আইনজীবীদের বিক্ষোভ

মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম খায়রুল হককে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা জজ আদালত চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করে আইনজীবীরা। এর আগে আইনজীবী সমিতির ভবনে খায়রুল হকের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আবু মো. সোয়েমের সভাপতিত্বে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিনো, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সজীব প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও বিচার বিভাগ ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সংবিধান পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার দেওয়া রায় দেশের গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতার জন্য হুমকি সৃষ্টি করেছে। বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে এ ধরনের ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় অবিলম্বে উচ্চ আদালত ও নিম্ন আদালতে ফ্যাসিবাদের দোসর দুর্নীতিবাজ ও দলবাজ বিচারকদের অপসারণ দাবি করা হয় সংবাদ সম্মেলনে।

এসময় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি রবিউল আলম আহসান প্রামাণিক, সহ-সাধারণ সম্পাদক নূর আসাদুজ্জামান মিশন, আইনজীবী মুরছালিন রায়হান কাকন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here