Wednesday, July 16, 2025
Homeজাতীয়সাভারে হত্যাসহ একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

সাভারে হত্যাসহ একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা জীবন রহমানকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জীবন রহমান সাভার পৌর এলাকার উত্তরপাড়া মহল্লার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি সাভার উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাজার রোড মহল্লা থেকে জীবনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তাকে বুধবার আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর