Home গাইবান্ধা সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আনোয়ার হোসেন, গাইবান্ধা প্রতিনিধিঃ
গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ ও সোহাগ হত্যাকারীদের ফাঁসির দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বেলা ১২টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এসময় জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপি কার্যালয়ে ফিরে আসে। মিছিলে সকল ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ডা: মইনুল হাসান সাদিক, সাংগঠনিক সম্পাদক মোশররফ হোসেন বাবু, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জীম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীদুজ্জামান সরকার শাহীনসহ আরও অনেকেই।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here