Wednesday, May 7, 2025
Homeনীলফামারীসৈয়দপুরে রেলওয়ে কারখানার অস্থায়ী শ্রমিকদের অনশন

সৈয়দপুরে রেলওয়ে কারখানার অস্থায়ী শ্রমিকদের অনশন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে পুরোনো দক্ষ শ্রমিকদের বহাল রেখে নতুন শ্রমিক নিয়োগের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে রেলওয়ে কারখানার অস্থায়ী শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রেলওয়ে কারখানার প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করা হয়। অনশনে রেলওয়ে কারখানার অর্ধ শতাধিক কর্মচারী অংশ নেন।

এ সময় বক্তারা জানান, চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে দেশের বৃহত্তম রেলওয়ের এ কারখানার কার্যক্রম। তারা বিকল্প অস্থায়ী নিয়োগ পদ্ধতিতে টিএলআর (কাজ নেই, মজুরি নেই) শ্রমিক হিসেবে কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করছেন। কারখানার উৎপাদনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

অথচ অর্থের বিনিময়ে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে তাঁদের বাদ দিয়ে কর্তৃপক্ষ নতুন লোক নিয়োগ করছে। তাঁদের বহাল রেখে নতুন শ্রমিক নিয়োগের দাবি জানান তাঁরা। তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর