আনোয়ার হোসেন, গাইবান্ধা প্রতিনিধিঃ
পুরান ঢাকার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) দুপুরে গাইবান্ধা শহরের ১নং রেলগেট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সভাপতি পরমানন্দন দাস, জেলা সদস্য কামরুল হাসান বসুনিয়া, গাইবান্ধা সরকারি কলেজের আহ্বায়ক কলিরাণী দাস, সদস্য জয়নুল ইসলাম, মোখলেছুর রহমান প্রমুখ।
Facebook Comments Box