Saturday, July 12, 2025
Homeদিনাজপুরসোহাগ হত্যার প্রতিবাদে দিনাজপুরে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

সোহাগ হত্যার প্রতিবাদে দিনাজপুরে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আসতারুল আলম,দিনাজপুর প্রতিনিধিঃ
চাঁদা না দেওয়ায় ঢাকার মিডফোর্ড হাসপাতালে ব্যবসায়ী সোহাগকে যুবদল নেতার হাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে দিনাজপুরে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) রাত সাড়ে আটটায় বড় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে হাসপাতাল মোড়, লিলি মোড়, জেল রোড প্রদক্ষিণ করে সদর হাসপাতাল মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, এই হত্যাকাণ্ড দেশের আইন-শৃঙ্খলার চরম অবনতি প্রকাশ করে। একজন নিরীহ ব্যবসায়ীকে চাঁদার দাবিতে হত্যা কোনো সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষী যুবদল নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

গণমাধ্যমের ভূমিকা নিয়েও সমালোচনা করে গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম বলেন, একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি আনুগত্যের কারণে অনেক গণমাধ্যম এই জঘন্য হত্যাকাণ্ডকে এড়িয়ে গেছে। আমরা সাংবাদিকদের আহ্বান জানাই—সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ান, দলীয় পক্ষপাত ত্যাগ করুন।

গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম আজম বলেন, ৫ আগস্টের গণচেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা রাজপথে ফিরবো। কেউ যদি স্বৈরাচার হয়ে উঠার চেষ্টা করে, তাহলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে নতুন করে গণঅভ্যুত্থানের পথে যাবো।

উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের বিরল উপজেলার সভাপতি আব্দুর রহিম,সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুল বারী, দিনাজপুর সদর উপজেলার সভাপতি শওকত আকবর৷

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর