Sunday, July 20, 2025
Homeকুড়িগ্রামস্কুলের নিরাপত্তা প্রাচীর নির্মাণে অনিয়ম, কাজে বাঁধা স্থানীয়দের

স্কুলের নিরাপত্তা প্রাচীর নির্মাণে অনিয়ম, কাজে বাঁধা স্থানীয়দের

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ফয়সাল হক, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে প্রাথমিক বিদ্যালয়ের নিরাপত্তা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার বালাবাড়ী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নকশা বহির্ভূত কাজ ও নিম্নমানের ইট, খোয়া দিয়ে ঢালাই ও সীমানা প্রাচীরের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এনিয়ে ওই এলাকার স্থানীয়রা কাজে বাঁধা প্রদান করেন।

সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছেন, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (পিইডিপি-৪) অর্থায়নে ২০২৪-২০২৫ অর্থ বছরে বালাবাড়ী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে বাউন্ডারি ওয়াল নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। দরপত্র প্রক্রিয়া শেষে ১৪ লাখ ২৪ হাজার ২৫৩.৫৪ টাকার চুক্তিতে প্রকল্পটির নির্মাণকাজ পায় মেসার্স খায়রুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা যাতে দুর্ঘটনার শিকার না হয় সেজন্য সীমানা প্রাচীর নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নে সরকারের ব্যাপক পরিকল্পনার অংশ হিসেবে চিলমারীতে বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কিন্তু কাজের মান নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এনিয়ে এলাকাবাসী এক পর্যায়ে কাজ বন্ধ করে দেন।

চিলমারী উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. জুলফিকার আলী জানান, আমি কাজের দায়িত্বে থাকা এসও কে বলছি দেয়ালটা ভেঙে দিতে। এছাড়াও তিনি সরেজমিনে গিয়ে পরিদর্শনের কথা জানান।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর