মোজো ডেস্কঃ
গাইবান্ধার সাদুল্লাপুরে স্ত্রীকে তালাকের পর ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছেন হৃদয় মিয়া (২৫) নামের এক তরুণ।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফপাহাড়ী গ্রামের জমিদার বাজারে দুধ দিয়ে গোসল করেন তিনি।
স্থানীয়দের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, হৃদয় মিয়া এক বছর আগে একই গ্রামের রিয়া মনিকে দুই লাখ ৮৫ হাজার টাকা দেনমোহরে বিয়ে করেন। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলতে থাকে। এরই একপর্যায়ে গতকাল বৃহস্পতিবার উভয়পক্ষের সম্মতিতে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে।
এ সময় মোহরানার সব টাকা বুঝিয়ে দেয়া হয় মেয়ের অভিভাবকে। স্ত্রীকে তালাক দেয়ার পর শুক্রবার স্থানীয় জমিদার বাজারে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেন হৃদয় মিয়া।
হৃদয় মিয়া বলেন, রিয়া মনিকে বিয়ে করার পর থেকে সংসারে নানান অশান্তি চলছিল। অনেক কষ্ট মুখ বুজে সহ্য করার একপর্যায়ে রিয়া মনিকে তালাক দিয়েছি।