Home জাতীয় স্বৈরাচার বিতাড়িত হলেও স্বৈরাচারী ব্যবস্থা এখনও রয়ে গেছে : ড. বদিউল আলম...

স্বৈরাচার বিতাড়িত হলেও স্বৈরাচারী ব্যবস্থা এখনও রয়ে গেছে : ড. বদিউল আলম মজুমদার

স্বৈরাচার বিতাড়িত হলেও স্বৈরাচারী ব্যবস্থা এখনও রয়ে গেছে : ড. বদিউল আলম মজুমদার

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ
স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হলেও স্বৈরাচারী ব্যবস্থা এখনও অব্যাহত আছে উল্লেখ্য করে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেছেন, স্বৈরাচারী ব্যবস্থা থেকে আমাদের মুক্ত হতে হলে কতগুলো পদ্ধতি, প্রক্রিয়া ও প্রতিষ্ঠানের পরিবর্তন আনতে হবে। বিভিন্ন ক্ষেত্রে কতগুলো মৌলিক সংস্কার করতে হবে । আজকের অনুষ্ঠানের মাধ্যমে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনা আবশ্যক,স্বৈরাচারী আবার যাতে ফেরত না আসে সেটা নিশ্চিত করতে সেই ধরনের একগুচ্ছ প্রস্তাব উপস্থাপন করেছি। আমরা এটাকে বলছি খসড়া জাতীয় সনদ। আমরা মনে করি নির্বাচনী ব্যবস্থায়, সংবিধানে, স্থানীয় সরকার ব্যবস্থা, শাসন ব্যবস্থায় সংস্কার দরকার। আমরা আশা করি খসড়া জাতীয় সনদের ব্যাপারে মানুষ তাদের মতামত ব্যক্ত করবে, জনমত সৃষ্টি হবে। যেটা সরকারকে এই বার্তা দিবে যে জনগণের এই মতামত ও সুপারিশগুলো যেন বাস্তবায়িত হয়। যার মাধ্যমে স্বৈরাচারের পরিবর্তন যেন চিরতরে অবসান ঘটে।

শনিবার দুপুরে দিনাজপুর সদর উপজেলার ব্র্যাক ল্যানিং সেন্টারে এক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
সচেতন, সংগতি ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষ নাগরিক সংলাপের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক- সনাক।

পরে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের উপরে স্বৈরাচারী ব্যবস্থা আবারো যেন জেকে না বসে, স্বৈরাচার সরকার যেন না আবার ফিরে আসে, সেই জন্য সরকার ১১টি সংস্কার কমিটি করেছে। এর মধ্যে ৬টি সংস্কার কমিটির প্রধানদের নিয়ে ঐকমত্য কমিশন গঠন করেছে। সংস্কার কমিটির প্রধান হিসেবে রয়েছে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস। আমরা যে কাজটি করার চেষ্টা করছি,সেটার জন্য ঐকমত্য সৃষ্টি করার চেষ্টা করছি। স্বৈরাচার ব্যবস্থা আবার যেন না ফিরে আসে। আমরা এখন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ-আলোচনা করছি। আমরা আশা করি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ-আলোচনা করে কতগুলো বিষয়ে ঐকমত্য সৃষ্টি হবে। যার প্রেক্ষিতে একটি জাতীয় সনদ তৈরি হবে এবং স্বাক্ষরিত হবে। আমাদের আশা হলো এই মাসের মধ্যে জাতীয় সনদ প্রণীত ও স্বাক্ষরিত হবে। যার মাধ্যমে স্বৈরাচারের অবসানই নয়, স্বৈরাচারী ব্যবস্থা ভবিষ্যতে যেন ফিরে না আসতে পারে এবং আমাদের একটি নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টি হবে। এই লক্ষ্যে ঐকমত্য কমিশন কাজ করছে।

সুশাসনের জন্য নাগরিক- সনাক দিনাজপুর জেলার সভাপতি বেলাল উদ্দীন শিকদার রুবেলের সভাপতিত্বে সংলাপে কেন্দ্রীয়, রংপুর বিভাগ, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সংলাপে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার শতাধিক সাংবাদিক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

 

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here