Sunday, July 13, 2025
Homeদিনাজপুরহাকিমপুরে ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, বিষপ্রয়োগে হত্যার অভিযোগ

হাকিমপুরে ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, বিষপ্রয়োগে হত্যার অভিযোগ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য হারুনুর রশিদ হারুন (৪২) রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় তাঁর পরিবার মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করে থানায় লিখিত অভিযোগ করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

বুধবার (৯ জুলাই) সকালে বগুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। নিহত হারুনুর রশিদ উপজেলার আলিহাট ইউনিয়নের বাওনা গ্রামের বাসিন্দা এবং আব্দুল মজিদের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে হারুন মেম্বার নিজ বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে খাড়ির পাশে একটি তালগাছ ও জামগাছের নিচে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তিনি নিজেই মোবাইল ফোনে স্থানীয় কয়েকজনকে জানান যে তিনি সেখানে পড়ে আছেন। গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তাঁর মৃত্যু হলে মরদেহ বাড়িতে আনা হয়। পরে পরিবারের সন্দেহে পিতা আব্দুল মজিদ থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে যায়।

নিহতের পিতা আব্দুল মজিদ বলেন, “গ্রামবাসীরা আমাকে খবর দেয় আমার ছেলে মাঠে অচেতন অবস্থায় পড়ে আছে। আমি মনে করি, তাঁর মৃত্যুর পেছনে কোনো রহস্য রয়েছে। তাই আমি নিজেই বাদী হয়ে থানায় মামলা করবো।”

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক বলেন, “দুপুর দেড়টার দিকে আমরা খবর পাই যে ইউপি সদস্য হারুনুর রশিদকে বিষ প্রয়োগে হত্যা করা হতে পারে। সঙ্গে সঙ্গে হাকিমপুর সার্কেলের এএসপি অ ন ম নিয়ামত উল্লাহ, ওসি (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলমসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় আনে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মরদেহ ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা সম্ভব হবে বলে জানান তিনি।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর