Friday, July 4, 2025
Homeদিনাজপুরহাকিমপুরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির শুভ উদ্বোধন

হাকিমপুরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির শুভ উদ্বোধন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুরে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় লেবু, আম, নারিকেল তাল, নিম, বেল, জাম ও কাঁঠাল এর চারা ও মরিচ বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, পেঁয়াজ বীজ (কন্দ) এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে দশটায় উপজেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেজবাহুর রহমান।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আরজেনা বেগম জানান, হাকিমপুর উপজেলায় কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি আওতায় উপজেলার ৫০ জন কৃষককে ৫টি জনপ্রতি আমের চারা, ৫০ জন কৃষকে লেবু গাছের চারা সাথে ১০ কেজি জৈব সার, ২০ জন কৃষককে ১০ গ্রাম মরিচ বীজ সাথে ডিএপি ৫ কেজি ও এমওপি ৫ কেজি বিতরণ করা হয়েছে।

এছাড়া উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ টি করে তাল গাছের চারা ও ৪৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫টি করে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর