মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার হাকিমপুর পৌরসভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে হেরোইনসহ এক নারীকে আটক করা হয়েছে।
বুধবার (৭ মে ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি’র পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেমের নেতৃত্বে একটি অভিযানিক দল হাকিমপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাসুদেবপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে আব্দুল খালেক শেখের স্ত্রী মোছা. রোকেয়া বেগমের (৪৭) ঘরে তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম হেরোইন পাউডার জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানানো হয়েছে।
এ ঘটনায় রোকেয়া বেগমকে আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ৮(গ) ধারায় হাকিমপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা ডিএনসি কার্যালয়ের উপপরিচালক মো. রফিকুজ্জামান।