গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দাফনের প্রায় ১৫ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হলো হাবিবুর রহমান নামের এক ব্যক্তির লাশ। জমি-জমা সংক্রান্ত বিরোধে মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে এ লাশ উত্তোলন করা হয়।
বুধবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে হাকিমপুর উপজেলার কাকড়াঁপালি কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের উপস্থিতিতে দিনাজপুর সিআইডি পুলিশের একটি দল লাশ উত্তোলন করে।
সিআইডির এসআই আসাদ হোসেন জানান, ২০২৪ সালের ২৭ এপ্রিল জমি সংক্রান্ত বিবাদের জেরে হাবিবুর রহমানের মৃত্যু ঘটে। পরে তার মেয়ে ববিতা খাতুন একই গ্রামের মনোয়ার হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে আদালতের নির্দেশেই লাশ ময়না তদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।
স্থানীয়দের মতে, হাবিবুর রহমানের মৃত্যুকে শুরুতে স্বাভাবিক ধরে নেওয়া হলেও পরবর্তীতে পারিবারিক বিরোধ এবং জমিজমা নিয়ে তীব্র দ্বন্দ্বের তথ্য উঠে আসে। বিষয়টি নিয়ে এলাকায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সিআইডি জানায়, লাশ ময়না তদন্তের পর তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হবে।