Tuesday, July 1, 2025
Homeদিনাজপুরহাকিমপুর পৌরসভায় প্রস্তাবিত ২৬ কোটি ৭৮ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

হাকিমপুর পৌরসভায় প্রস্তাবিত ২৬ কোটি ৭৮ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
জনগণের ওপর নতুন করে কোনও ধরনের করারোপ ছাড়াই দিনাজপুরের হাকিমপুর ( হিলি) পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ২৬ কোটি ৭৮ লাখ ২৮ হাজার ৪৬৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বিকেল সাড়ে তিনটায় পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বাজেট ঘোষণা করেন।

এ সময় সেখানে পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) হাবিবুর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

বাজেটে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য রাজস্ব থেকে আয় ধরা হয়েছে ২ কোটি ২৮ লাখ ২৮ হাজার ৪৬৫ টাকা, আর উন্নয়ন আয় ধরা হয়েছে ২৪ কোটি ৫০ লাখ টাকা। মোট আয় ধরা হয়েছে ২৬ কোটি ৭৮ লাখ ২৮ হাজার ৪৬৫ টাকা। ব্যয় ধরা হয়েছে রাজস্ব বাবদ ২ কোটি ০৮ লাখ ১৫ হাজার ২১২ টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ৫০ লাখ টাকা, মোট ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ২১২ টাকা। সম্ভাব্য রাজস্ব স্থিতি ধরা ২০ লাখ ১৩ হাজার ২৫৩ টাকা। গত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে আয় ধরা হয়েছিল ১ কোটি ৯২ লাখ ০৩ হাজার ১৭৯ টাকা। অর্থবছরে ব্যয় হয়েছে ১ কোটি ৯২ লাখ ০৩ হাজার ১৭৯ টাকা।

হাকিমপুর পৌরসভার পৌর প্রশাসক বলেন, চলতি ২০২৫-২৭ অর্থবছরের বাজেটে এলাকার জনগণের ওপর নতুন করে কোনও করারোপ করা হয়নি। নতুন বাজেটে হাকিমপুর পৌরসভা তথা হিলি স্থলবন্দরের প্রধান সমস্যা জলাবদ্ধতা, রাস্তাঘাট, ড্রেন, ফুটপাত সেগুলো নিরসনে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা নিরসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর