Home সারাদেশ হাতিয়ায় যৌথবাহিনীর অভিযান, আটক ৪

হাতিয়ায় যৌথবাহিনীর অভিযান, আটক ৪

হাতিয়ায় যৌথবাহিনীর অভিযান, আটক ৪

মোজো ডেস্কঃ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, ১ নারীসহ ৪ জনকে আটক করেছে।

গতকাল সোমবার (৩০ জুন) রাত থেকে আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত কোস্টগার্ড ও পুলিশ যৌথভাবে বুড়িরচর ইউনিয়নের দুর্গম এলাকায় অভিযান চালায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আটকদের মধ্যে একজন নারী, একজন চোরাইকৃত স্বর্ণ ব্যবসায়ী ও দুইজন দস্যু শামীম বাহিনীর সদস্য। এ সময় তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম, দুই বোতল চেতনানাশক ওষুধ, ২২ ভরি ১২ আনা ৪ রতি স্বর্ণের অলংকার, ১০ ভরি ১৩ আনা রুপার অলংকার জব্দ করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে হাতিয়া কোস্টগার্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুন অর রশীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে ওই এলাকা থেকে দস্যু শামীম বাহিনীর সক্রিয় সদস্য সোহেল, সুমন উদ্দিন এবং নারী সহযোগী পারুল বেগমকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, দুই বোতল চেতনানাশক ওষুধ, ২ ভরি ১২ আনা স্বর্ণ এবং ১০ ভরি ১৩ আনা রূপার অলংকার জব্দ করা হয়। আটককৃতদের এবং তাদের সঙ্গে পাওয়া আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন মালামাল হাতিয়া থানায় হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here