Monday, July 21, 2025
Homeক্যাম্পাসহাবিপ্রবিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও শনাক্তকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত

হাবিপ্রবিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও শনাক্তকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আরাফাত ইসলাম, হাবিপ্রবি প্রতিনিধিঃ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)“Thalassemia Awareness & Screening Campaign” শীর্ষক এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৯ জুলাই (শনিবার),দানেশ ব্লাড ব্যাংক,হাবিপ্রবি এর তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১-এ সকাল ১০টায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এ.টি.এম. রেজাউল হক (অর্থনীতি বিভাগ),সহকারী অধ্যাপক মোঃমোবিনুল ইসলাম (উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ) এবং ড. মো. গাউসুর রহমান (রোগতত্ত্ব ও পরজীবিতত্ত্ব বিভাগ)।কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন BioTED এর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ সওগাতুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা থ্যালাসেমিয়া সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং বিয়ের পূর্বে রক্ত স্ক্রিনিংয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন। রোগটির ঝুঁকি নির্ধারণ ও প্রতিরোধে করণীয় বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতেই এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়, যেখানে থ্যালাসেমিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

এ বিষয়ে অর্থনীতি বিভাগের শিক্ষক এবং দানেশ ব্লাড ব্যাংকের উপদেষ্টা, প্রফেসর ড.এ.টি.এম রেজাউল হক বলেন,Thalassemia Awareness & Screening Campaign আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানায়োয়, আমি দানেশ ব্লাড ব্যাংক, হাবিপ্রবি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটি সময়োপযোগী ও মানবিক উদ্দোগ- থ্যালাসেমিয়া সচেতনতা ও স্ক্রিনিং ক্যাম্পেইন নিয়ে আমরা আজ একত্রিত হয়েছি। এই আয়োজন নি:সন্দেহে আমাদের জাতির ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্যের জন্য একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি ধন্যবাদ দিতে চাই দানেশ ব্লাড ব্যাংক কে এত সুন্দর একটি সচেতনতামুলক অনুষ্ঠান আয়োজন করার জন্য। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন হতে পারবে এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মে সুরক্ষিত থাকবে। তিনি আরো বলেন, সাধারণত এই অনুষ্ঠান মেডিকেল এর স্টুডেন্টরা করে থাকে কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দানেশ ব্লাড ব্যাংক এর মাধ্যমে এই অনুষ্ঠান আয়োজন সত্যি প্রশংসনীয়।

দানেশ ব্লাড ব্যাংকের সভাপতি জাকির হোসেন রাজু বলেন, থ্যালাসেমিয়া একটি জটিল ও বংশগত রক্তরোগ, যা সচেতনতা ও প্রতিরোধের মাধ্যমে অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। BioTed organisations বাংলাদেশের ২০ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে Thalassemia awareness & screening Campaign অনুষ্ঠান আয়োজন করার উদ্দোগ নেয় তারই ধারাবাহিকতায় ১৭ নাম্বার বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের হাবিপ্রবি তে আমাদের সংগঠন দানেশ ব্লাড ব্যাংক এর সাথে কোলাবোরেশান করে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে এ কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি।আমরা ১১৮ জনের  বিনামূল্যে থ্যালাসেমিয়া টেস্ট নিয়েছি(সাধারণ একটি টেস্ট বাহিরে ডাক্তারের কাছে করতে গেলে ১৫০০ থেকে ১৭০০ টাকা প্রয়োজন হয়) , টেস্টের ফলাফল আগামী ১ সপ্তাহের মধ্যে চলে আসবে।  আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিলো, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন করা। থ্যালাসেমিয়া একটি জিনগত রক্তরোগ, যা একবার সন্তান জন্ম নিলে চিকিৎসা করা খুব কঠিন ও ব্যায়বহুল। কিন্তু সচেতনতা এবং পূর্ব স্ক্রিনিং এর মাধ্যমে এই রোগ প্রতিরোধ সম্পন্নরুপে সম্ভব।আমি এই সুযোগে ধন্যবাদ জানাতে চাই সংশ্লিষ্ট সকল সহযোগী সংগঠন,উপদেষ্টা শিক্ষকবৃন্দ, সাধারণ শিক্ষার্থী,  চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও স্পন্সরদের, যাদের আন্তরিক সহায়তা ছাড়া এই কার্যক্রম সফল হতো না।

উল্লেখ্য, থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ যা জিন মিউটেশনের কারণে হয়। থ্যালাসেমিয়া এক বা একাধিক হিমোগ্লোবিন চেইনের মিউটেশনের কারণে হয়। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর দেহে পর্যাপ্ত পরিমান লোহিত রক্তকণিকা তৈরী হয় না। এর ফাল রক্তের হিমোগ্লোবিনের মাত্রা আশংকাজনকভাবে কাম যায়। রক্তস্বল্পতা পূরণে আনার দান করা রক্তই হচ্ছে এই রোগীর বোঁচ থাকার একমাত্র অবলম্বন। থ্যালাসেমিয়া মূলত দু’ধরনের, আলফা এবং বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া আলফা গ্লোবিন চেইনের মিউটেশনের কারাণ হয় এবং বিটা থ্যালাসেমিয়া বিটা গ্লোবিন চেইনের মিউটেশানার কারণে ঘাট। গ্লোবিন চেইনের মিউটেশনের কারাণ লোহিত রক্তকণিকা ভেজে গিয়ে রোগ তৈরি করে। জন্মধ্যে বিটা থ্যালাসেমিয়া সবচেয়ে মারাত্মক হয়ে থাকে। একজন থ্যালাসেমিয়া রোগীকে প্রতিমাসে ১ থেকে ২ ব্যাগ পর্যন্ত রক্ত নিতে হতে পারে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর