Thursday, July 31, 2025
Homeক্যাম্পাসহাবিপ্রবিতে হাকসু নির্বাচন ও অ্যালামনাই গঠনের দাবিতে শিক্ষার্থীদের অনশন

হাবিপ্রবিতে হাকসু নির্বাচন ও অ্যালামনাই গঠনের দাবিতে শিক্ষার্থীদের অনশন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আরাফাত ইসলাম, দিনাজপুর প্রতিনিধি:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (হাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের দাবিতে অনশন কর্মসূচিতে বসেছেন শিক্ষার্থীরা।

রবিবার (২৭ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অনশন শুরু করেন এগ্রিকালচার অনুষদের ২২তম ব্যাচের শিক্ষার্থী এটিএম সিফাতুল্লাহ এবং ফিন্যান্স বিভাগের মুহিত আহমেদ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আরও শিক্ষার্থীরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে যোগ দেন।

এসময় আন্দোলনকারীদের প্রতি সংহতি জানান ছাত্রশিবির হাবিপ্রবি শাখার সেক্রেটারি শেখ রিয়াদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তোফাজ্জল হোসেন তপু এবং গণ-অধিকার পরিষদের আহ্বায়ক মো. রিপন মিয়া।

শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র অভ্যুত্থানের পর এক বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো হাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেনি। এছাড়া প্রতিষ্ঠার ২৫ বছর পার হলেও গঠিত হয়নি কোনো কার্যকর অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

তারা বলেন, “একটি সক্রিয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, স্কলারশিপ, ইন্টার্নশিপ এবং একাডেমিক দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু হাবিপ্রবিতে এখনো এমন কোনো প্ল্যাটফর্ম গড়ে ওঠেনি।”

আন্দোলনকারীদের ঘোষণা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ অনশন চলবে এবং প্রয়োজনে আরও কর্মসূচি ঘোষণা করা হবে। প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার প্রায় ২৫ বছর পরেও কোনো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এর ফলে শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ, একাডেমিক সমস্যার সমাধান, আবাসন সংকট ও অন্যান্য যৌক্তিক দাবিতে কোনো প্রাতিষ্ঠানিক প্রতিনিধি কাঠামো গড়ে ওঠেনি।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর