গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর উপজেলার হিলিতে লাইসেন্স না থাকায় “আই পি” ইট ভাটাকে এক লাখ টাকা জরিমানা ও চিকনি (চুলা) নষ্ট করে দেওয়া হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুর ২ টার দিকে পৌর শহরের বড় জালালপুর এলাকায় “আই পি” ইটভাটার পরিবেশ অধিদপ্তরের কোন অনুমতি (লাইসেন্স) না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মলিন মিয়ার নেতৃত্বে ভেকু দিয়ে ভাটার চুলা ভেঙ্গে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস মাধ্যমে পানি দিয়ে ভাটা নিভিয়ে দেওয়া হয়।
ইটভাটার প্রতিনিধি তোজাম্মেল হক (মোনা) বলেন, ইটভাটার লাইসেন্স না থাকায় প্রশাসন ভাটার চুলায় পানি দিয়ে নিভিয়ে দেয়। একই সঙ্গে জরিমানা করে।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মলিন মিয়া বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে ইট ভাটাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং নগদ অর্থদণ্ড করা হয়েছে।