Wednesday, July 2, 2025
Homeদিনাজপুরহিলিতে জামায়াতের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠান

হিলিতে জামায়াতের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠান

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর হিলিতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক জুলাই-আগষ্ট গণ-অভ্যুত্থানে শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের আশু সুস্থতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠান এর আয়োজন করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১ জুলাই) বিকেল পাঁচটায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পৌর শহরের মাঠপাড়া এলাকায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এই বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাকিমপুর পৌর জামায়াতের আমির মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মোঃ আমিনুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহিদ হোসেন, বায়তুল মাল সেক্রেটারি মোঃ খায়রুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম,।
আলোচনা সভায় বক্তারা ফেসিস আওয়ামী সরকার সময় গত জুলাই-আগষ্ট ২৪ এ ছাত্র জনতার ওপর বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও সমালোচনা করেন।

আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহত এবং পঙ্গুত্ববরণকারীদের আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর