Friday, May 9, 2025
Homeদিনাজপুরহিলিতে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু

হিলিতে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলিতে নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ১২টায় হিলি খাদ্যগুদাম মোড়ে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহ কারী কামাল হোসেন।

এবারে ৫৪০টাকা প্যাকেজ মূল্যে ৩০টাকা কেজি দরে ৫ কেজি করে চাল, ৬০টাকা কেজি দরে ২ কেজি করে মশুর ডাল, ১শ টাকা লিটার দরে ২লিটার সয়াবিন তেল,৭০ টাকা কেজি দরে ১ কেজি চিনি দেওয়া হচ্ছে।

উপজেলার স্মার্টকার্ডধারী ৭ হাজার ৩৮ জনের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই পণ্য বিক্রয় করা হচ্ছে। খোলা বাজারের চেয়ে কম দামে তেল, ডাল ও চাল পেয়ে দারুণ খুশি নিম্ন আয়ের মানুষজন। তবে রজমান শুরু হওয়ায় ছোলা ও খেজুর না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন তারা।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর