গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল এগারোটার দিকে উপজেলার আলিহাট ইউনিয়নে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী শেখ সহ অনেকে।
এছাড়াও প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের দিকনির্দেশনা ও কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম ডা. জাহিদ হোসেন এর পরামর্শ মোতাবেক উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।
দিনাজপুর ৬ আসনের চারটি উপজেলায় ১ লাখ বৃক্ষরোপণের ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. জাহিদ হোসেন। তাঁর এই উদ্যোগ সফল করতে আজকের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান তিনি।