Home দিনাজপুর হিলি সীমান্তে ধান ক্ষেতে পড়ে থাকা সচল ড্রোন ক্যামেরা উদ্ধার

হিলি সীমান্তে ধান ক্ষেতে পড়ে থাকা সচল ড্রোন ক্যামেরা উদ্ধার

হিলি সীমান্তে ধান ক্ষেতে পড়ে থাকা সচল ড্রোন ক্যামেরা উদ্ধার

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলি ঘাসুড়িয়া সীমান্তের একটি ধান ক্ষেতে পড়ে থাকা সচল ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ড্রোনটি ভারতীয়দের।

বুধবার রাত ১০টায় হিলির ঘাসুড়িয়া সীমান্তের আনুমানিক ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে একটি ধানক্ষেতে জিপিএস লেখা ড্রোন ক্যামেরাটি পড়ে থাকতে দেখে একজন শ্রমিক। পরে পুলিশ ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফত হুসাইন।
তিনি বলেন, সন্ধ্যার আগমুহূর্তে হিলির সীমান্তের ধানক্ষেতে কাজ করার সময় পরিত্যক্ত অবস্থায় একটি ড্রোন দেখতে পায় কৃষক প্রফুল্ল টপ্প। পরে সে ড্রোনটি নিয়ে বাসায় যায় এরপর জানাজানি হলে তিনি পুলিশকে খবর দেয়। পরে হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলমসহ পুলিশের একটি টিম তার বাসা থেকে ড্রোন ক্যামেরাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ড্রোনটির বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

তবে সীমান্তের ওপার থেকে ড্রোনটি উড়ানোর সময় বাংলাদেশে এসে পড়ে যায় এটি ভারতীয় ড্রোন ক্যামেরা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here