গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ৮৫৫০ পিস কুপিজেসিক ইনজেকশন, ৭৪ বোতল ফেনসিডিল ও ৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে ফকিরপাড়া সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মাদকভর্তি দুটি বস্তা জব্দ করা হয়।
হিলিসিপি বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার অসীম মারক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল সীমান্ত এলাকায় ওঁত পেতে থাকে। ভোররাতে দুইজন চোরাকারবারিকে বস্তা বহন করে বাংলাদেশে প্রবেশ করতে দেখলে বিজিবি চ্যালেঞ্জ করে। এসময় তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো উদ্ধার করে।
উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় ১৩ লাখ ১৬ হাজার ৬০০ টাকা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্তে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিজিবি ২৪ ঘণ্টা কাজ করছে, এবং মানব পাচার, অবৈধ অনুপ্রবেশ রোধ ও সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে সবাইকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।