গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হিলি সীমান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ অভিযানে সহযোগিতা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার দক্ষিণ বাসুদেবপুর চুড়িপট্টি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন– দক্ষিণ বাসুদেবপুর এলাকার মৃত আজিজুল হকের ছেলে পাপ্পু রহমান, মৃত হাতেম আলীর ছেলে মোফাজ্জল হোসেন মোফা।
দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, দক্ষিণ বাসুদেবপুর এলাকায় পাপ্পু রহমানের বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক কেনা-বেচা হচ্ছে। সে অনুযায়ী আজ বিজিবির সহযোগিতায় আমরা সেখানে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করি।”
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।