Saturday, May 3, 2025
Homeদিনাজপুর১৩ ডিগ্রির ঘরে দিনাজপুরের তাপমাত্রা

১৩ ডিগ্রির ঘরে দিনাজপুরের তাপমাত্রা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

দিনাজপুর প্রতিনিধি:

কনকনে হিমেল হাওয়ায় উত্তরের জেলা দিনাজপুরে বাড়ছে শীত। সোমবার (২৫ নভেম্বর) তাপমাত্রা আরো কমেছে। আজ সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর দিনাজপুরের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, দিনাজপুর অঞ্চলে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ ভাগ, বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় দুই কিলোমিটার। গতকাল রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, সন্ধ্যার পর শুরু হয় হিমেল বাতাস। সে বাতাসে রাত ৯টার মধ্যে শহরের হাটবাজার কিছুটা জনশূন্য হয়ে পড়ে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে কুয়াশা।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর