Thursday, July 31, 2025
Homeদিনাজপুর২০১৪ সালে খানসামা উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর মামলায় খগেশ্বর চন্দ্র রায় গ্রেপ্তার

২০১৪ সালে খানসামা উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর মামলায় খগেশ্বর চন্দ্র রায় গ্রেপ্তার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলায় ২০১৪ সালের বিএনপির কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা স্কাউট কমিটির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুলিশ জানায়, বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের জয়গঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপির একটি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় দীর্ঘ ১০ বছর পর ২০২৪ সালের ২৩ অক্টোবর খানসামা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান স্মৃতি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায়কে এজাহারভুক্ত আসামি করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, “এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরেই তাঁকে আদালতে পাঠানো হয়েছে।”

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর