Thursday, May 1, 2025
Homeলালমনিরহাট৩০ মিনিটের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি

৩০ মিনিটের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা ও ক্ষেতের ফসল। এদিকে, ঝড়ের পর লালমনিরহাটের আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলেও কোথাও কোথাও বিদ্যুৎ ও নেটওয়ার্ক সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

শনিবার (২৬ এপ্রিল) মধ্যরাতে শুরু হওয়া এ ঝড় লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় তাণ্ডব চালায়। ৩০ মিনিট স্থায়ী হওয়া ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ধান, ভুট্টা, আম, লিচুসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

কালীগঞ্জের কাকিনা ইউনিয়নের সুমন মিয়া জানান, গাছ পড়ে একটি টিনের ঘর ভেঙে গেছে। পাশাপাশি তামাকসহ ফসলেরও ক্ষতি হয়েছে। একই ইউনিয়নের সাইদুল ইসলাম জানান, কাকিনা চরের বাজারের কাছে একটি বড় বটগাছ উপড়ে পড়ে তিনটি টিনের ঘর ও বাজারের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে অনেক এলাকায় সড়কের ওপর গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

লালমনিরহাট সদর উপজেলার হারাটী এলাকার বাসিন্দা সেলিম জানান, ঝড়ের তীব্রতায় আমার দুইটি ঘরের টিনের চাল উড়ে গেছে। আশপাশের অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান জানান, রাতে কালবৈশাখী ঝড়ে আমার ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলাল উদ্দিন জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে এবং দ্রুত সহায়তার উদ্যোগ নেয়া হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর