Tuesday, July 1, 2025
Homeজাতীয়এই লোক তো প্রেস থেকে প্রেসার সচিব হয়ে গেছে : তুষার

এই লোক তো প্রেস থেকে প্রেসার সচিব হয়ে গেছে : তুষার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
প্রেসসচিব শফিকুল আলমের একটি মন্তব্য প্রসঙ্গে জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার বলেছেন, ‘প্রেসার গ্রুপ আর মবের তফাত বোঝে না যে আবুল-তার উচিত সচিবালয়ের ওই ছেলেটার কাছে গিয়ে লেখাপড়া করে আসা।’

আজ রবিবার (২৯ জুন) সকালে তিনি তার ফেসবুকে এ মন্তব্য করেন।

প্রেসার গ্রুপ কী-সে বিষয়ে তুষার বলেন, ‘গ্রীন পিস- ন‍্যাশনাল রাইফেল এসোসিয়েশন- অ‍্যামনেস্টি এরা হলো প্রেসার গ্রুপ। এরা ইস‍্যুভিত্তিক লবি- সেমিনার- এডভোকেসি- ক‍্যাম্পেইন এসব করে।’

তিনি আরও লেখেন, ‘রাস্তা থেকে আসা হঠাৎ গজানো জুতার মালা নিয়ে ঘোরা দলবল প্রেসার গ্রুপ না। ওইটা মব।’

সবশেষে তুষার মন্তব্য করেন, ‘গ্রেটা থুনবার্গ যা করে সেটা হলো প্রেসার গ্রুপ-জুতাগ্রুপ না! এই লোক তো প্রেস থেকে প্রেসার সচিব হয়ে গেছে।’

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর