Tuesday, July 1, 2025
Homeপঞ্চগড়পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন

পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
সোমবার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ভূমিসেবা সহায়তা কেন্দ্র। এই কেন্দ্রের উদ্বোধন করেন পঞ্চগড় জেলার জেলা প্রশাসক মো. সাবেত আলী।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে হাড়িভাসা ইউনিয়ন ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজির।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, “জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখন থেকে ভূমি সংক্রান্ত সেবা পেতে আর উপজেলা ভূমি অফিসে না গিয়েও ইউনিয়ন পর্যায়ে এই কেন্দ্র থেকে প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন সাধারণ মানুষ। এতে সেবা গ্রহণে সময়, খরচ এবং ভোগান্তি কমবে। হাড়িভাসায় এই কেন্দ্র চালু হওয়ায় এখানকার জনগণের ভূমি সেবা পাওয়ার পথ আরও সহজ ও স্বচ্ছ হলো।”

এ সময় আরও বক্তব্য রাখেন পঞ্চগড় জেলার স্থানীয় সরকার উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমিন। তিনি বলেন, “ভূমিসেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক ভীতি ও জটিলতা ছিল। এই সহায়তা কেন্দ্র সেই জটিলতা দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। জনগণ যেন দুর্নীতি ও দালালচক্রের শিকার না হন, সেজন্য ইউনিয়ন ভূমিসেবা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেন বলেন, “আমরা চাই প্রতিটি ইউনিয়নে ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু হোক। জনগণের প্রাপ্য সেবা সহজে নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসের সমন্বয়ে আমরা কাজ করে যাচ্ছি।”

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “আমার ইউনিয়নে এই ধরনের একটি যুগান্তকারী উদ্যোগ চালু হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। ইউনিয়নবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আশা করি এই কেন্দ্র এলাকার সাধারণ মানুষের অনেক উপকারে আসবে।”

এ ছাড়া ছাত্রজনতার আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি বলেন, “এই ভূমিসেবা সহায়তা কেন্দ্র গ্রামীণ জনগণের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তথ্যপ্রযুক্তি নির্ভর এই সেবা যেন সঠিকভাবে পরিচালিত হয় এবং এর সুফল যেন সর্বসাধারণ পায়, সে বিষয়ে আমরা সকলে সচেষ্ট থাকব।”

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক ভূমিসেবা সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং সেবা প্রদানের পদ্ধতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর