Home পঞ্চগড় পঞ্চগড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে বিজিবির অভিযান : একজন আটক, ৫০ হাজার...

পঞ্চগড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে বিজিবির অভিযান : একজন আটক, ৫০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে বিজিবির অভিযান : একজন আটক, ৫০ হাজার টাকা জরিমানা

ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তবর্তী ঘোরামারা নদী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ট্রাক্টরসহ এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২ জুলাই) বিকেলে ৫৬ বিজিবির মালকাডাঙ্গা বিওপির নিয়মিত ও বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৭৫/১৭-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেরুবাড়ী মাঠ এলাকায় বালু উত্তোলনের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে অবৈধ উত্তোলনকারীরা দৌড়ে পালিয়ে গেলেও, ট্রাক্টরচালক মো. ফরহাদ হোসেনকে বালুভর্তি ট্রাক্টরসহ আটক করা হয়।

পরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদের নেতৃত্বে গঠিত এক ভ্রাম্যমাণ আদালত রাতে অভিযুক্ত চালককে ৫০,০০০ টাকা জরিমানা করেন। অনাদায়ে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আটক ট্রাক্টরটি নিলাম না হওয়া পর্যন্ত বিজিবির হেফাজতে থাকবে।

৫৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে চোরাচালান রোধ এবং বালু-পাথরসহ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে নিয়মিত অভিযান ও কড়াকড়ি নজরদারি চালানো হচ্ছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here