আনোয়ার হোসেন, গাইবান্ধা প্রতিনিধিঃ
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনে উদ্বুদ্ধ করতে গাইবান্ধা সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শুরু করেছে প্রণোদনা কর্মসূচি। চলতি মৌসুমে বিনামূল্যে বীজ, সার, উন্নত জাতের ধান, পেঁয়াজ, হাইব্রিড মরিচ, শাক-সবজির বীজ ও ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হচ্ছে।
সদর উপজেলা কৃষি অফিস জানায়, মাঠ পর্যায়ে প্রকৃত কৃষকদের চিহ্নিত করে এই প্রণোদনা পৌঁছে দেওয়া হচ্ছে। এতে কৃষকরা উৎপাদনে নতুন করে আগ্রহী হচ্ছেন।
একজন কৃষক বলেন, “এই সহায়তা আমাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এতে উৎপাদন যেমন বাড়বে, তেমনি জীবনযাত্রার মানও উন্নত হবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদৎ হোসেন জানান, “সরকারি নির্দেশনা অনুযায়ী, কোনো জমি যেন পতিত না থাকে তা নিশ্চিত করতে আমরা কাজ করছি। কৃষকদের প্রশিক্ষণসহ মাঠপর্যায়ে সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে। এবার প্রণোদনার পরিমাণ ও গুণগত মান আগের চেয়ে বেশি।”
কৃষি কর্মকর্তারা মনে করছেন, এ উদ্যোগ খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে অধিক ফলনে উৎসাহিত করবে।