Saturday, July 5, 2025
Homeসারাদেশপ্রেমে সাড়া না পেয়ে অ্যাসিড নিক্ষেপ, দগ্ধ ৩

প্রেমে সাড়া না পেয়ে অ্যাসিড নিক্ষেপ, দগ্ধ ৩

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
যশোরের ঝিকরগাছায় অ্যাসিড নিক্ষেপে নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার গদখালী ইউনিয়নের মঠবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মঠবাড়ি গ্রামের জামাত আলীর স্ত্রী রাহেলা খাতুন (৪৮), মেয়ে রিপা খাতুন (২৬) ও ছেলে ইয়ানূর (৮)।

আহত রাহেলার স্বামী জামাত আলী জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্থানীয় মাঠপাড়া গ্রামের ফজলুল হকের কাজের লোক জসিম দীর্ঘদিন থেকে আমার মেয়ে রিপাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। রিপা জসিমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সে ক্ষিপ্ত হয়।
এ ঘটনার পূর্ববিরোধের জেরে জামাত আলীর বাড়ির জানালা দিয়ে অ্যাসিড ছুড়ে মারে জসিম। পরে পরিবারের লোকের চিৎকার শুনে গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসক হাসিব আল নেওয়াজ বলেন, আহতদের মধ্যে শিশু ইয়ানূরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া রিপা ও রাহেলা খাতুন সামান্য দগ্ধ হয়েছেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর