Home গাইবান্ধা জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

আনোয়ার হোসেন, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুরে বসতভিটা নিয়ে দীর্ঘদিন ধরে চলা পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রাধানাথ দাস (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের রায়পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাধানাথ দাস ওই গ্রামের মৃত কার্ত্তিক চন্দ্র দাসের ছেলে।

স্থানীয়রা জানান, রাধানাথ দাসের সঙ্গে তার বড় ভাই নৃপেন চন্দ্র দাস ও খলিসা দাস গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বাড়ির সামনের মাঠে ছাগলকে ঘাস খাওয়ানোর সময় বিবাদের জের ধরে প্রতিপক্ষরা রাধানাথ দাসের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।”

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়ানো হয়েছে।

 

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here