Friday, July 11, 2025
Homeআন্তর্জাতিকউড্ডয়নের আগেই অসুস্থ হয়ে লুটিয়ে পড়লেন এয়ার ইন্ডিয়ার পাইলট

উড্ডয়নের আগেই অসুস্থ হয়ে লুটিয়ে পড়লেন এয়ার ইন্ডিয়ার পাইলট

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
একের পর এক দুর্ঘটনা ও অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে ভারতের বিমান সংস্থাগুলো। এবার বেঙ্গালুরু থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার ঠিক আগের মুহূর্তে হঠাৎ করে লুটিয়ে পড়লেন পাইলট।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ওই বিমানটি এয়ার ইন্ডিয়ার। শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। পরে অপর পাইলটকে দিয়ে বিমানটি যাত্রীদের নিয়ে রওনা দেয় দিল্লির উদ্দেশে।

সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, অসুস্থ পাইলটকে দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন তিনি।

এই প্রসঙ্গে বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ৪ জুলাই ভোরে এক পাইলটের এআই ২৪১৪ বিমান চালানোর কথা থাকলেও শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি ওই বিমানের চালকের আসনে বসতে পারেননি।

হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে অসুস্থ পাইলটের অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে তাকে। তবে কী কারণে পাইলট লুটিয়ে পড়েছিলেন সে সম্পর্কে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পাইলটের অসুস্থতার কারণে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা গেলেও পরে অন্য পাইলট ওই বিমান নিয়ে নির্দিষ্ট গন্তব্যে রওনা দেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর