Friday, July 18, 2025
Homeরংপুরপীরগাছায় পুলিশের অভিযানে চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

পীরগাছায় পুলিশের অভিযানে চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

হাবিবুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই তিনটি মোটরসাইকেলসহ সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার (৫ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই চোরাই মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের সাতভিটা এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল মোন্নাফ (৩৪), ইসমাঈল হোসেনের ছেলে হাসেম আলী(৩৫), গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর দশ লিয়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মামুন মিয়া (৩০, পশ্চিম মান্দুয়ার পাড়া এলাকার ওসমান গনির ছেলে বাদশা মিয়া(৩০), দক্ষিণ মান্দুয়ার পাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়,গ্রেফতারকৃতরা মোটর সাইকেল চোর চক্রের সদস্য। তারা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার অফিসার ইনর্চাজ (ওসি)নুরে আলম সিদ্দিকী জানান, শুক্রবার, রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি মোটরসাইকেল উদ্ধার সহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পীরগাছা থানা পুলিশের এমন অভিযান অব্যহত রয়েছে। পূর্বের উদ্ধারকৃত মোটরসাইকেল ২টি ও বর্তমান উদ্ধারকৃত মোটরসাইকেল ৩ টি, মোট উদ্ধারকৃত মোটর সাইকেল ৫ টি থানা হেফাজতে রয়েছে। প্রকৃত মালিকগণদেরকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পীরগাছা থানার এস আই শফিকুল ইসলাম আকন্দের সাথে যোগাযোগ করার জন্য আহবান জানান তিনি।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর