Saturday, July 12, 2025
Homeসারাদেশকারখানা শ্রমিক সজল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

কারখানা শ্রমিক সজল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে নিহত জুতা কারখানার শ্রমিক সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আবু শামীম আজাদ দুপক্ষের যুক্তিতর্ক শুনে শুনানি শেষে এই আদেশ দেন। এ সময় ডা. সেলিনা হায়াত আইভী গাজীপুরের কাশিমপুরের কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এর আগে মামলায় আসামিপক্ষের আইনজীবীরা আদালতের কাছে জামিন আবেদন করেন।

অপরদিকে, বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাউয়ুম খান।

আদালত সূত্রে জানা যায়, সজল সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় একটি জুতা কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকার ডাচ বাংলা ব্যাংকের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সজল।

এ ঘটনায় চলতি বছরের ১৬ মে সজলের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় আইভীসহ ৬২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো এক থেকে দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, ‘বিজ্ঞ আদালতে আমরা সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা সজল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন আবেদন করি। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। নিম্ন আদালতে আমরা ন্যায়বিচার পাইনি।

তাই আমরা উনার জামিনের বিষয়ে উচ্চ আদালতে যাব।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ‘সাবেক মেয়র আইভীর নির্দেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা সজল হত্যা মামলায় আইভীর জামিন শুনানি শেষে বিজ্ঞ আদালত সেটি নামঞ্জুর করেন। আমরা আশা করি, এতে করে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।’

এর আগে, গত ৯ মে ভোর সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটিরের নিজবাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

পরে মিনারুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আইভীর বিরুদ্ধে হত্যাচেষ্টা, হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা আছে। একে একে ছয়টি মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর থেকে তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে আছেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর